ওডেব’র অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: দাতা সংস্থা WWDP-GC এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ‘কয়ার’এর “পোষাক শিল্প কর্মীদের অগ্নিনির্বাপন মহড়া” শীর্ষক ফায়ার সার্ভিস ট্রেনিং রিহার্সাল ওডেব’র জেনারেল কমিটির সদস্য মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর সভাপতিত্বে আজ ৩১ অক্টোবর সকাল ১০টায় মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কালুরঘাট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে অতিথির বক্তব্যে চট্টগ্রাম ফায়ার সার্ভিসেএন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র অফিসার মেঃ বাহার উদ্দীন বলেন পোষাক শ্রমিকদের জন্য ফায়ার সার্ভিস রিহার্সাল হল একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রোগ্রাম যা অগ্নি জরুরী পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা দিয়ে প্রস্তুত হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটির লক্ষ্য হলো আস্থা তৈরী করা এবং সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা।

অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-গুড়েব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সামাজিক উদ্যোগ কার্যক্রম ব্যস্তবায়নে ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় “পোষাক শিল্প কর্মীদের অগ্নিনির্বাপন মহড়া” শীর্ষক ফায়ার সার্ভিস ট্রেনিং রিহার্সাল অনুষ্ঠিত হয়।

ওডেব’র সিনিয়র কর্মী ফয়জুল হাকিম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, সিনিয়র কর্মী রতন দাশ, জুই মজুমদার, সজল দে, মো আলাউদ্দীন, পপি আকতার, বন্দনা বড়ুয়া প্রমুখ।

 

মন্তব্য করুন