আতুরার ডিপোতে পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের দাবীতে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নগরীর আতুরার ডিপো মোড়ে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি আমিন জুট মিলস্থ পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে আতুরার ডিপো, হামজার বাগ, বিবিরহাট, রেল গেইট হয়ে মুরাদপুর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইস্কান্দার মির্জা।

এসময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। খুনি হাসিনাসহ যেসকল ব্যক্তিগণ গণহত্যার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ।

তিনি কয়েকদিন আগে মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেলের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মন্জুর আলম মন্জু। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আবু মুছা, মনিরুল ইসলাম মনু, আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি এড. এফ এ সেলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সি. সহ সভাপতি আবদুল হাই, সহ সভাপতি এনাম সওদাগর, মো. ইসমাইল, মো. শফি, দস্তগীর আলম, সি. যুগ্ম সম্পাদক এম এ হামিদ দিদার, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, আবদুল আউয়াল শাহীন, মামুনুর রহমান, মো. শানু, জাহাঙ্গীর আলম, রুহুল আমীন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ নাছের, মহানগর যুবদল নেতা মো. আলী সাকি, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এড. এনামূল হক এনাম, মহিলাদলের সি. যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক জিনাত রাজ্জাক জিনিয়া, স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক জসিম উদ্দিন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহি ৃেবেল, ওয়ার্ড যুবদলের মো. জাবেদ, স্বেচ্ছাসেবক দলের মো. রাশেদ, ছাত্রদলের মো. সাগর, মো. বেলাল প্রমূখ।

মন্তব্য করুন