চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলুন: কাজী সাইফুল ইসলাম টুটুল

নিউজগার্ডেন ডেস্ক: ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব, “জাসাস” চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, সাবেক ছাত্রনেতা কাজী সাইফুল ইসলাম টুটুল বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আইনের সুশাসন থাকবে, প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার কায়েম করতে পারবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার বা সমাজের ন্যায়বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলুন।

তিনি আজ ২ নভেম্বর (শনিবার) সকালে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে ফরহাদাবাদ যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব রহমত উল্লাহ,
নাজিরহাট কলেজ গভর্নিং কমিটির সদস্য এস এম ফারুক, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য হাকিম উদ্দিন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দল সি. যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, শাহনেওয়াজ কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব জুলুস, বিএনপি নেতা,নুরুল ইসলাম, সরোয়ার ইসলাম সুমন, জসিম উদ্দিন তালুকদার, হাসান শরীফ, মোঃ বাদশা, এরশাদ শিকদার, মান্নান কোম্পানি, সেলিম জাহাঙ্গীর, ইউসুফ টিপু, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হান্নান তালুকদার, সদস্য সচিব জামাল আল দীন, য্বুনেতা মানিক তালুকদার, শাহাদাত হোসাইন, যুবনেতা কাজী মহসিন, আলমগীর রানা, রবিউল হোসেন, মোহাম্মদ রফিক, মোঃ ফারুক উদ্দিন, ইকরাজ নেওয়াজ খসরু, রায়হান উদ্দিন, মোঃ আলফাজ, সাকিব ও রোমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন