ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-এর অনুষ্ঠান ৪ নভেম্বর

নিউজগার্ডেন ডেস্ক: ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৪’ উপলক্ষ্যে আগামীকাল ৪ নভেম্বর সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রদর্শনী, ওয়ান হেলথ ইনস্টিটিউটের ব্রশিয়ার ও লোগো উন্মোচনসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ০৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিতব্য কর্মসূচিসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

মন্তব্য করুন