মেঘনা পেট্রোলিয়ামে পদোন্নতি নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ

নিউজগার্ডেন ডেস্ক: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে পদোন্নতি বঞ্চিত ও আওয়ামী লীগ শাসনামলে শ্রমিক কর্মচারীদের বদলি হয়রানি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও মিলছে না সুরাহা। উল্টো আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতারা সাধারণ কর্মচারী শ্রমিকদের হয়রানি করছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

নিয়ম বহির্ভূতভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ বৈষম্যমূলক পদোন্নতি নিয়ে দেখা দিয়েছে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ। আওয়ামী সরকারের সময় সুযোগ নেওয়া কর্মকর্তারা এখনো পদোন্নতি লাভ করায় জ্বালানি উপদেষ্টার বরাবরে লিখিত আবেদন করে ক্ষোভ জানিয়েছেন কর্মকর্তারা।

যেখানে জিএম হওয়ার কথা ডিজিএম সেলস। তার চাকরি আছে আর দুই মাস। কিন্তু হয়েছেন সঞ্জীব নন্দী (জিএম ফাইন্যান্স), রেজা মোহাম্মদ রিয়াজ (জিএমমার্কেটিং)। পদোন্নতির জন্য ৯/৬/২৪ মেঘনা পাস করেছে দুইজন অফিসার বারো বছরের সুবিধা ভোগ তাদের নাম পাঠানো হয়েছে সিলেকশান ওয়ান ২৫/৬/২৪। কিন্তু বিপিসিতে পাঠান ১৫/১০/২৪। ২৩ অক্টোবর ২৪-এ দুইজনকে তড়িঘড়ি করে পদোন্নতি দেওয়া হয়।

জানা গেছে, উপব্যবস্থাপক (বিক্রয়) বিভাগে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছিল বিএনপির এক শীর্ষনেতা তার আত্মীয় হওয়ায় তাকে দেওয়া হয়নি পদোন্নতি। দীর্ঘদিন তিনি বৈষম্যের শিকার হন।

১-এ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে এম-৭, ১ নভেম্বর ১৯৯৮ এম-৬, ১৫ মে ২০০৩, এম-৫, থেকে ন্যায্যতার নিয়মে পদোন্নতি প্রদান করা হয়।

পরবর্তীতে ৩০ জুন ২০০৯ তারিখে তাকে এম-৪ গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়। একই সময়ে পূর্ববার্তা গ্রেডে থাকা ১ বছর ৫ মাস-এর কনিষ্ঠ কর্মকর্তাকে চাকরিবিধি লঙ্ঘন করে বিভিন্ন কৌশল-এর আশ্রয় নিয়ে এবং দুরভিসন্ধিমূলকভাবে ২৯ জুন ২০০৯ তারিখে কার্যকর করে পদোন্নতি প্রদান করা হয় যার সুদূরপ্রসারী উদ্দেশ্য ভবিষ্যতে বৈষম্যমূলকভাবে পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে অন্যদের তুলনায় দূরবর্তীকরণ।

কোম্পানির স্বার্থান্বেষীচক্র নিজেদের হীন স্বার্থ চরিতার্থ রক্ষার লক্ষ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে ভিন্ন রাজনৈতিক মতের বিশ্বাসী এমন প্রচার ও প্ররোচনায় লিপ্ত হয়ে তার বাধাগ্রস্ত করে পদোন্নতি।

এম-২ গ্রেডে পদোন্নতির যোগ্যতা ও সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আওয়ামী দোসরদের পদোন্নতি দেওয়া হয়। এ ঘটনার পর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানিতে দেখা দিয়েছে ক্ষোভ।

বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীদের দাবি, পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করে স্ব স্ব কর্মস্থলে ফিরিয়ে আনা, তদন্ত কমিটি গঠন করে শ্রমিক কর্মচারীদের সামগ্রিক বৈষম্য নিরসন ও হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সঙ্গে সংশ্লিষ্ট সিবিএ নেতারা এখনো বহাল তবিয়তে আছেন, তাঁদের অপসারণ করারও দাবি জানান শ্রমিকেরা।

এ ব্যাপারে মেঘনার ব্যবস্থাপক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন