
নিউজগার্ডেন ডেস্ক: এরশাদ উল্লাহ আহবায়ক ও নাজিমুর রহমানকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বহুদিন পর পূর্ণাঙ্গ হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।
আজ সোমবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
৫১ জনের মধ্যে ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং বাকি ৩৫ জন সদস্য হিসেবে রয়েছেন।
গত ৭ জুলাই এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমানকে নেতৃত্ব দিয়ে ঘোষণা করা হয় নতুন আহ্বায়ক কমিটি। তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে ১৪ দিনের সময় বেঁধে দেয় কেন্দ্র।
কমিটিতে যাদের ঠাঁই হলো, যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত). ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু।
সদস্য: ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম. এম হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস. এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, মো. সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহম্মদ, এ. কে. খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম. এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।
তৃণমূল নেতাদের অভিযোগ, অধিকাংশ তৃণমূলের মতামত উপেক্ষিত হচ্ছে। ত্যাগী, যোগ্য ও পরীক্ষিতরা অনেকেই বাদ পরছেন। বাদ পড়েছেন মিডিয়া রিলেটেড মি: ইদ্রিছ আলী। যিনি সংগঠনের দু:সময়ে মাঠে থেকেই কাজ করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখে তিনি সকল নেতাকর্মীকে নিরাপদে রেখেছেন। মিডিয়া গুলোর সাথে সুসম্পর্ক রেখে দলের সংবাদগুলো প্রকাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। কিন্তু আজ তার দলে স্থান হলো না। সে ব্যাপারে ইদ্রিস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অপারগতা জানান। এ ধরনের কাজ অনেক সময় দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাাঁড়ায় এগুলোও নেতৃবৃন্দকে নজরে রাখতে হবে।