শহীদ জিয়া অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন: এম এ আজিজ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। নভেম্বর বিপ্লব নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছিল। ৭ নভেম্বরের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব না নিলে এ দেশের ভাগ্যে কি হতো বলা যায় না। সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। শহীদ জিয়া অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল।

তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর কলসি দিঘির পাড়স্থ আজিজ স্টেট প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। আওয়ামীলীগ বিগত ১৭ বছর নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে জানতে দেয়নি। এখন সুযোগ এসেছে, শহীদ জিয়া ও বিপ্লব সংহতি দিবস সম্বন্ধে জানাতে হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মো. ওসমান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দীন, মহানগর মহিলাদলের সহ সভানেত্রী শাহিদা, ফাতেমা কাজল, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহনামা বাচা, সি. যুগ্ম সম্পাদক আলী আহসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, বিএনপি নেতা মাহবুব আলম, মো. এসকান্দর, দিদারুল আলম, নেজাম উদ্দিন, মো. এরশাদ, কামাল উদ্দিন, মিঠু, আব্দুর রহিম, আবু রায়হান চৌধুরী, সুরাইয়া আলম প্রমূখ।

 

মন্তব্য করুন