চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও কমার্স কলেজের নবীন বরণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠিত হয় ০৭ নভেম্বর ২০২৪ বাকলিয়া এক্সসেস রোডস্থ একটি ক্লাবের কনভেনশন হলে। অধ্যাপক রনজিৎ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেস জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং মেধা ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। নতুনদের উদ্দেশ্য বক্তারা আরো বলেন তোমরাও ভালোভাবে পড়াশোনা কর। আগামী বছরও তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ইবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল আলম, সিনিয়র প্রভাষক মো. কামাল পাশা, সিনিয়র প্রভাষক সুপন বড়–য়া, সিনিয়র প্রভাষক আলতাফ হোসেন, সিনিয়র প্রভাষক মো. দিদারুল আলম, সিনিয়র প্রভাষক জান্নাতুল ফেরদৌস ও ডেমোনেস্ট্রেটর ফয়সল মাহমুদ খালেদ।

হাস্যোজ্জ্বল নবীনদের মানপত্র পাঠ-এর মধ্যে দিয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ – এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ফুল ও মানপত্র দিয়ে বরণ করে নিল নতুনদের।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ. গান, কবিতা, ও মনোমুগ্ধকর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষক ম-লী, ছাত্র-ছাত্রী, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন