
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়ন সংরক্ষণমুলক সংগঠন আমরা চাটগাঁবাসীর উদ্যোগে ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বরে হটাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের জন্য সংগঠনটির চিকিৎসা সেবা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন নারায়ণহাটের হাটের পশ্চিমে মাইজকান্দি এলাকায় দু শতাধিক বন্যাদুর্গতকে ফ্রি মেডিসিন সহ চিকিৎসা সেবা দেয়া হয়।
একশতাধিক দুস্থদের ব্লাড গ্রুপিং করে দেয়া হয়।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ, ডা. মোহাম্মদ হোসাইনুল ইসলাম রবি, ডা. তারেক আজীজ, ডা. মুন্তাসির সিদ্দিকী সাদি, ডা. ইমন হোসাইন।
চিকিৎসা সেবা নিতে আসা দুর্গতদের সচেতনতা বৃদ্ধির জন্য একটি এওয়ার্নেস প্রোগ্রাম পরিচালনা করেন আমরা চাটগাঁবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল আজম। মাইজকান্দি বাইতুল আমান দাখিল মাদ্রাসার সহ সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আমরা চাটগাঁবাসী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক নেতা এবিএম ইমরান।
বিশেষ অতিথি ছিলেন আমরা চাটগাঁবাসীর কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সেলের সদস্য সচিব কবি কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক মুহাম্মদ ফারহাদ উদ্দীন সোহাগ। আমরা চাটগাঁবাসীর কেন্দ্রীয় অফিস সম্পাদক রাশেদুল আজীজ। উপস্থিতি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল আজম। মাইজকান্দি বাইতুল আমান দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ তৌহিদুল আজম প্রমুখ