চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের শ্রদ্ধাঞ্জলি

নিউজগার্ডেন ডেস্ক: ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর এবং বায়েজিদ থানার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই বিশেষ আয়োজনে অংশ নেন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন হোসেন সন্মাট, যিনি এই দিনে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আলহাজ্ব ফারহাদ উদ্দিন সোহাগ এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের শ্রমিক শ্রেণির জন্য ঐক্যের প্রতীক এবং অধিকার রক্ষার প্রতিশ্রুতি। তাঁরা জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম কাজ করার অঙ্গীকার করেন।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক নুর জনি এবং বায়েজিদ থানার আহ্বায়ক মুক্তার হোসেন। তাঁদের পাশাপাশি বায়েজিদ থানার সদস্য সচিব জালাল উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউসুপও তাদের বক্তব্যে এই দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ডবলমুড়িং থানার আহ্বায়ক জনাব রাসেদ ও বাকলিয়া থানার আহ্বায়ক জনাব আক্কাছও অংশগ্রহণ করেন এবং সবাই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য করুন