শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের পুষ্পস্তবক অর্পণ

নিউজগার্ডেন ডরস্ক: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেছে নবগঠিত দক্ষিণ রাঙ্গুনীয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরবিন হুমায়নের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (৬ নভেম্বর) বিকেলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী- সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে রাউজানের গহিরায় প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক পুস্তক অর্পণ করেন।

এই সময় সাবেক ছাত্রদল নেতা জাবেদ বাহাদুরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ রাঙ্গুনীয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, ” পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার মনে করেছিল বীর চট্টলার সিংহ পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করে জনগণের হৃদয় থেকে মুছে দেবে কিন্তু প্রমাণিত হয়েছে জীবিত সালাউদ্দিন কাদের চৌধুরীর চাইতে শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী বহুগুণ শক্তিশালী । শেখ হাসিনা এবং খুনি আওয়ামী বাকশালী হায়েনারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা দুঃসময়েও বুক চিতিয়ে লড়াই করেছে এবং এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। সকল রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শ প্রতিষ্ঠায় দক্ষিণ রাঙ্গুনীয়া শহীদ সালাউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ” ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহরুল ইসলাম বুলু, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন আব্দুল ওদুদ, সহ-সভাপতি লিয়াকত আলী, হাসান, ইদ্রিস, সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরবিন হুমায়ন, যুদ্ধ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মুক্তার বিন হারুন , ইলিয়াস কাদের, সহ সাংগঠনিক সম্পাদক নাছের সাহেদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

মন্তব্য করুন