নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের আকাশে জিয়াউর রহমান এক উজ্জল নক্ষত্র। তিনি জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ব্যক্তিগত সততা ও স্বাধীনতাযুদ্ধে ঐতিহাসিক ভূমিকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল জনগণের মধ্যে। তিনি প্রচলিত ধারার রাজনীতির বাইরে নতুন একটি রাজনৈতিক তত্ত্ব মানুষের সামনে হাজির করেন। জনগণ তার সে রাজনীতিকে গ্রহণ করেছিল। ৭ নভেম্বরের বিপ্লব এদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন।
তিনি শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর কলসি দিঘির পাড়স্থ আজিজ স্টেট প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিনেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ সবুর, আবু মুছা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সহ সভাপতি মো. ইসমাইল, এবাদুর রহমান, মো. ইউছুপ, আবুল মনছুর, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু কোং, মো. হোসেন, নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজ উদ্দীন, বন্দর থানা তাতীদলের সাধারন সম্পাদক হারুন মেম্বার, থানা বিএনপি নেতা মোল্লা মো. সরওয়ার, মহিউদ্দিন, বক্কর, আব্বাছ উদ্দীন, হাজ্বী মো. সালাউদ্দিন, কাঞ্চন, মো. ইলিয়াস, জাবেদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, অর্থ সম্পাদক ইলিয়াছ সওদাগর, ছৈযদ মোরশেদ, মামুন, মো. এরশাদ, সোলাইমান, সাইফুল, আজিজ, আজম প্রমূখ।