চসিক মেয়র ডা. শাহদাত হোসেন’কে পেশাজীবি পরিষদের সংবর্ধনা সোমবার

নিউজগার্ডেন ডেস্ক: কাল ১১ নভেম্বর’২৪ (সোমবার) বিকাল ৩টায় ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার উদ্যেগে আলোচনা সভা ও পেশাজীবী সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে ‘বিজয়ী মেয়র, জনতার মেয়র’ শীর্ষক পর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, পেশাজীবী নেতা ডা. শাহদাত হোসেন’কে সংবর্ধনা প্রদান করা হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন