ডায়াবেটিক হাসপাতাল নিয়ে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীসহ ২ শতাধিক আজীবন সদস্যের উদ্বেগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৗধুরী সহ ২ শতাধিক আজীবন সদস্য এক বিবৃতিতে দাবি করেছেন যে, চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক গঠিত ৪৫ দিনের জন্য নির্ধারিত ৫ সদস্যের আহবায়ক কমিটি নিরপেক্ষভাবে তদারকি করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে।

তারা অভিযোগ করেন, এই কমিটি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের শান্ত পরিবেশকে ব্যাহত করছে এবং হাসপাতাল থেকে বিভিন্ন অপরাধের কারণে চাকরিচ্যুত হাসিনা আকতার লিপির পক্ষে অবস্থান নিয়ে তাদের বৈধ কমিটিকে পরিচালনায় বাধা সৃষ্টি করছে।

অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীসহ ২ শতাধিক আজীবন সদস্যরা আরও বলেন, হাসপাতালের কার্যক্রম পরিচালনা বা ডায়াবেটিক সমিতির কোনো অসংগতি সংশোধনের প্রয়োজন হলে কমিটির প্রস্তাব আকারে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারে।

কিন্তু তারা তা না করে বর্তমান বৈধ কমিটিকে বিতাড়িত করার উদ্দেশ্যে বিভিন্ন বাধা তৈরি করছে। তারা এ অবস্থাকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে হাসপাতাল পরিচালনায় কমিটির নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

তারা আরও উল্লেখ করেন, তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে পক্ষপাতহীন অবস্থান গ্রহণ করে হাসপাতালকে সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

একইসাথে, তারা বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সহ ২ শতাধিক আজীবন সদস্য সাম্প্রতিক বিবৃতির আলোকে, প্রতিবেদকের দৃষ্টিতে হাসপাতালের পরিস্থিতি বর্তমানে অস্থির ও জটিল। অধ্যাপক চৌধুরী কর্তৃক গঠিত বৈধ কমিটির অধীনে ডায়াবেটিক হাসপাতাল অনেক বছর ধরে রোগীদের জন্য নিবেদিত সেবা দিয়ে আসছে।

অথচ, সম্প্রতি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে গঠিত ৪৫ দিনের আহ্বায়ক কমিটির কার্যকলাপ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পক্ষপাতমূলক আচরণ ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে হাসপাতালের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

অধ্যাপক চৌধুরী সহ ২ শতাধিক আজীবন সদস্যের মতে, এই আহ্বায়ক কমিটি নিরপেক্ষ ভূমিকা পালন না করে বরং হাসপাতাল থেকে চাকরিচ্যুত কিছু কর্মচারীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি করছে।

তাঁর কথায়, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য এবং সেবার মান বজায় রাখতে হলে এ ধরনের পক্ষপাত এড়ানো আবশ্যক। হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে এমন নিরপেক্ষ এবং দায়িত্বশীল আচরণ একান্ত প্রয়োজন।

প্রতিবেদকের মতে, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সহ ২ শতাধিক আজীবন সদস্যের এই উদ্বেগ যুক্তিযুক্ত এবং হাসপাতালের ভবিষ্যৎ কার্যক্রমে যথাযথভাবে এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত। একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ সেবাপ্রদানকারী হিসেবে তাঁর আবেদন ও পরামর্শ প্রশাসনের পক্ষে যথাযথ বিবেচনার দাবি রাখে।

ডায়াবেটিক হাসপাতাল কেবল চিকিৎসা প্রদানের একটি প্রতিষ্ঠান নয়; বরং এটি সমাজের প্রতি একটি দায়িত্বশীল সেবা কেন্দ্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশা করা যায় যে, তাঁরা এই পরিস্থিতিতে পক্ষপাতহীন পদক্ষেপ গ্রহণ করবেন, যা হাসপাতালের কার্যক্রমকে বাধামুক্ত এবং শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।

 

মন্তব্য করুন