কক্সবাজারকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির দাবিতে র‌্যালী ও ডিসিকে ১৪ দফা নাগরিক দাবি নামা প্রদান

দেশের পরিবেশ ও জনপদের সুরক্ষারসহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে জলবায়ু কর্মীরা। এসময় তারা কক্সবাজার অঞ্চলকে জীবাশ্ম জ্বালানি নির্ভর থেকে মুক্ত করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নেওয়ার দাবি জানান।
১০ নভেম্বর, রবিবার দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে এই বিক্ষোভ কর্মসূচি ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবিলম্বে দাবি মেনে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, ন্যায্য ও সবুজ জ্বালানি রুপান্তরে নারীদের অংশগ্রহন, ,জ্বালানি সংরক্ষণের দাবি জানান।
সংশপ্তক এর উপপরিচালক ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জনাব অগ্রদূত দাশগুপ্ত এর সভাপতিত্বে বক্তব্য প্রধান করেন, মহেশখালী জনসুরক্ষা কমিটির সেক্রেটারী মৌলানা মহসিন, বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকার কর্মী এডভোকেট আবদুল শুক্কুর, এনামুল হক, শেখ সৈয়দউল্লাহ শামীম, বিশিষ্ট সাংবাদিক রতন দাশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের সদস্য কক্সবাজার জেলার সদস্য মিজানুর রহমান বাহাদুর,আবু বক্কর সিদ্দিক, মাহবুব আলম হান্নান প্রমুখ। দেশে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, সবুজ কর্মসংস্থান সৃস্টি করতে হবে। র‌্যালী পরবর্তী সময়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে ১৪ দফা নাগরিক দাবীনামা পেশ করা হয়। জলবায়ু পরিবর্তনের হুমকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি একান্ত প্রয়োজন।

মন্তব্য করুন