উপজেলা ফটিকছড়িতে নব নির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরীঃ চট্টগ্রামের উপজেলা ফটিকছড়ির উপজেলা মাঠ প্রাঙ্গনে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আজ ১৪ নভেম্বর ২০২৪ উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা ফটিকছড়ির প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা শহীদ শফিকুল নুর মওলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা ফটিকছড়ির বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তারা উপজেলা ফটিকছড়ির জেলা সমতুল্য এলাকার বিভিন্ন কর্মকান্ড ও অভিযোগ তুলে ধরেন। এই সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভূজপুর থানা ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

মন্তব্য করুন