
অদ্য বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা স্টেডিয়ামে উন্নয়ন সংস্থা ওডেব’র উদ্যোগে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ আনোয়ারা মডেল গভ: হাই স্কুল ও খাসখামা গার্লস হাই স্কুল এর সাথে অনুষ্ঠিত হয়।
কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন বলেন, “খেলার রাজা ফুটবল খেলা, আজকের তরুণ সমাজের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ, আমাদের জাতীয় নারী ফুটবল দল দুই দুইবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ অর্জন করে দেখিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের মেয়েরাও বিজয়ের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে পারে”।
ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় দাতা সংস্থা দিয়াকোনিয়ার সহযোগিতায় পরিচালিত প্রকল্প “জেন্ডার ইকু্য়ালিটি থ্রো সোসিও কালচারাল পার্টিসিপেশন-জিইএসসিপি কিশোরীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরণী সভা ওডেব’র জেনারেল কমিটির সদস্য মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
বক্তব্য রাখেন, জিইএসসিপি সমন্বয়কারী রতন দাশ, মো: ফয়েজুল হাকিম, মাহামুদুল হক, সজল দে, মোঃ আলাউদ্দীন, অনুপমা সাহা, হাসিনা বেগম ও রূপম দে প্রমুখ। অত্যন্ত জাকঝমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খাসখামা বালিকা উচ্চবিদ্যালয় ১ ও আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়০ গোলে খেলা সমাপ্তি হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাসখামা বালিকা উচ্চবিদ্যালয়কে চ্যাম্পিয়ন ও আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে রানার্স আপ ট্রপি প্রদান করলে উপস্থিত দর্শকবৃন্দ করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।