বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময়

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মহিমায় পালন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কাল ১৬ নভেম্বর ২০২৪, (শনিবার) চট্টগ্রামে দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
আজ ১৫ নভেম্বর (শুক্রবার) বিকালে একটি রেস্টুরেন্টে মতবিনিময়ের মাধ্যমে একথাগুলো জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি সমূহ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা। স্থান: রাংগুনিয়া, চট্টগ্রাম। সময়: সকাল ৮-টা

অতিথিঃ আবদুল মোনায়েম মুন্না, সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

মেজর জিয়াউর রহমান এর স্বাধীনতার দর্শন ও আদর্শের আলোকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্থান: কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম। সময়: সকাল সাড়ে ১০-টা অতিথিঃ এরশাদ উল্লাহ, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি এবং নাজিমুর রহমান, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বিএনপি

চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাত বরণের বেদনা সিক্ত স্মারক ‘শহীদ জিয়া স্মৃতি যাদুঘর-এ এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল। সময়: দুপুর ১২-টা

অতিথিঃ ডা. শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন

রং তুলিতে আঁকা স্বাধীনতার ঘোষণার চিত্র প্রদর্শনী। স্থানঃ বিপ্লব উদ্যান, সময়ঃ বেলা ২-টা

অতিথিঃ মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যুব সমাজের নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’। স্থান: বিপ্লব উদ্যান ২নং গেইট, চট্টগ্রাম। সময়: বিকাল ৩-টা

অতিথিঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি

সার্বিক তত্ত্বাবধানে: মোশাররফ হোসেন দিপ্তী-সাবেক সভাপতি ও মোহম্মদ শাহেদ- সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদল এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন