
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার সাবেক আমীর আব্দুল আউয়াল গতকাল সন্ধ্যায় পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী, সাবেক সংসদীয় দলের হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর তাওফিক কামনা করেন।
মরহুমের নামাজে জানাজা আজ রবিবার দুপুর ২টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ সালাম, আব্দুল কুদ্দুস, জসিম উদ্দিন আল আজাদ, অধ্যক্ষ নুরুন্নবী, আব্দুল জব্বার,রাঙ্গুনিয়া উপজেলা আমীর হাসান মুরাদ, রাউজান উপজেলা আমীর শাহাজান মঞ্জু এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।