থানচির দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির অভিযান, অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ২টি বন্দুক, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় হাজরাং পাড়া থেকে ২টি বন্দুক, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি।

 

মন্তব্য করুন