নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, বর্তমানে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা। শিক্ষার মূল কাজ হলো একজন ব্যক্তিকে মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক যে প্রসেস সেখানে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠার প্রয়াস ছিল খুবই সামান্য। তাছাড়াও দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে পতিত ফ্যাসিস্ট হাসিনা। ১৭ বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ আজো শেষ হয়নি। দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। ডেসটিনি, হলমার্ক কেলেঙ্কারি, রিজার্ভ ফান্ডের টাকা চুরি এবং সর্বশেষ ব্যাংক গুলোর অর্থ লুটপাট দুর্নীতির এক কলঙ্কজনক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা যুবদলের কথা স্মরণ করি, তখন সেই তীব্র আবেগ, সেই দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনা আমাদের মনে জেগে ওঠে। বাংলাদেশের ইতিহাসে যুবদল একটি চিরন্তন প্রেরণার উৎস, যা আজও আমাদের সামনে নতুন উদ্যমে দাঁড়িয়ে থাকার সাহস যোগায়। শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়া মেধাবীদের নিয়ে যুবদল গঠন করে। আজ মেধাবীরাই যুবদল পরিচালনা করছেন।
তিনি আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মত বিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবক মহিউদ্দিনের সভাপতিত্বে চকবাজার থানা যুবদলের সাবেক সিনয়র যুগ্ম আহবায়ক মো: সোহেল ও চট্টগ্রাম মহনাগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মো: রায়হান এর পরিচালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো: সেলিম, বাকলিয়া থান যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদু, জাকির হোসেন, মো: জাবেদুল হক, সাদ্দানুল হক, মনসুর সওদাগর, আবদুল হালিম, এস এম ফারুক, মাহমুদুল রহমান পাখি, মো: হালিম, রাকিবুল হাসান, মো: বাপ্পি আইয়ুব, শহিদ, জিয়াউর রহমান, ফাহিম, মো: ফারুক, রাশেদ, জহির সহ প্রমুখ নেতৃবৃন্দ।