
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামি লীগের ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বিজয় হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, অতীতেও এ দেশে বড় বড় আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, মানুষ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয়নি। আমাদের মনে রাখতে হবে, যে আর্থ-সামাজিক ব্যবস্থা থেকে সকল প্রকার বৈষম্য ও বেকারত্বের জন্ম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার অবসান হয়নি, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর পতন হয়নি। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্ম দেয়। ফলে ছাত্র-জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্খা ধ্বনিত হচ্ছে, তাকে সঠিক পথে পরিচালিত করতে হলে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, পুঁজিবাদবিরোধী সংগ্রাম গড়ে তুলতে হবে।
আজ ২২ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যকলাপ এবং নৈরাজ্যের প্রতিবাদে চান্দগাঁও থানা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চান্দগাঁও থানা শ্রমিকদলের সভাপতি আবদুল হান্নান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সিঃ সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রচার সম্পাদক বক্কর, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন ভূইয়া এবং চান্দগাঁও থানা শ্রমিকদলের নব নির্বাচিত নেতৃত্ববৃন্দ।