
এটা শাহজালাল শাহ মাখদুমের বাংলাদেশ । এই দেশে যারা ইসলামী শক্তিকে মাইনাস করতে চায় তাদের জনগণ মাইনাস করে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম।
২৩ নভেম্বর শনিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের দিনব্যাপী রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান ।
মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম বলেন , রুকনরা আল্লাহর কাছে শপথবদ্ধ হয়। তাদের মূল দায়িত্ব হলো ইসলামের জন্য সর্বোচ্চ আত্মনিবেদন করা। আল্লাহর আদেশ পালন এবং ইসলামের জন্য তার জীবন ও সম্পদ উৎসর্গ করা । এজন্য রুকনদের মধ্যে ইসলামী জ্ঞান, আখলাক, শৃঙ্খলা, এবং নৈতিকতা থাকা আবশ্যক।
অপর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠনে কাঙ্ক্ষিত দ্বীনি পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সংগঠনকে একটি আখেরাতমুখী শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সদস্যদের নৈতিকতা, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব এবং দ্বীনের প্রতি আনুগত্যই সংগঠনের মূল চালিকা শক্তি।
শিক্ষা শিবিরে সুরা কাসাসের উপর দারসুল কোরআন পেশ করেন , আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট ইসলামী স্কলার ড. আবু বকর রফিক ।
শিক্ষা শিবির পরিচালনা করেন , মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর , আ জ ম উবায়দুল্লাহ , নজরুল ইসলাম , এসিস্টেন্ট সেক্রেটারী খায়রুল বশর , মোহাম্মদ উল্লাহ , ফয়সল মুহাম্মদ ইউনুস , নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী , নগর শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফর রহমান , ইসলামী সমাজ কল্যাণের সভাপতি মাওলানা আবু তাহের শওকত , আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ