নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় অনুষ্ঠিত হলো সামাজিক ও কল্যাণমুখী সংগঠন “প্রত্যয়”-এর উদ্যোগে আয়োজিত “ট্যালেন্ট সার্চ ২৪”-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে এবং আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদের ও সাবেক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতির সাবেক সভাপতি, ট্রষ্টি চেয়ারম্যান সেভরন আই হাসপাতালের পরিচালক, বিশিষ্ট চক্ষু সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ ইব্রাহিম, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা আসিফউল্লাহ মো. আরমান, হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মৌলানা আবুল বাশার, এবং হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. সাইফুল ইসলাম।
প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, “জুলাই বিপ্লবের শিক্ষাকে ধারণ করে সমাজ ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অশুভ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে, যাতে কোন পরিবার তাদের সন্তানকে হারিয়ে শোকাহত না হয়। শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, সফলতা অর্জনে নিজেদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।”
বিশিষ্ট চক্ষু সার্জন ডা. শাহাদাত হোসেন বলেন, “রাষ্ট্র ও সমাজ সংস্কারে তরুণদের এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনে তরুণরা সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারে। তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে প্রত্যয়ের মতো সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক আবেদন-এর সাবেক সম্পাদক মো. সাইফুদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগি আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, জনাব ইদ্রিস বেলালি,প্রত্যয়ের কার্যকরী পরিষদ সদস্য মনজুরুল কাদের মহসিন, মো. আনছার উদ্দিন, মো. কুতুব উদ্দিন, মো. গিয়াস উদ্দিনসহ সিনিয়র সদস্যরা।
বক্তারা প্রত্যয়ের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির বিভিন্ন উদ্যোগকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রত্যয় নানা সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার গণমানুষের আস্থা অর্জন করেছে। তাঁরা প্রত্যয়কে সমাজের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করার উৎসাহ দেন এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।