চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা

নিউজগার্ডেন ডেস্ক: জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে চট্টগ্রামে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম প্রচার ও প্রকাশনা কমিটির সিনিয়র সদস্য ইকবাল হোসেন, এতে টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, শাহেদ আকবর, প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, আনোয়ার হোসেন আনু, আবুল কালাম, আনোয়ার হোসেন, রিদুওয়ান হোসেন জনি, মামুনুর রশিদ মামুন, ইসমাইল সরকার, মো. কাশেম, ইমাদ ওয়াসিম, সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটিকে কেন্দ্র করে প্রচার-প্রচারণার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন