
নিউজগার্ডেন ডেস্ক: দেশব্যাপী আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে সাজসজ্জা উপ কমিটির প্রস্তুতি সভা আজ ২৫ নভেম্বর ২০২৪ বিকাল ৫ টায় এম এ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে সাজসজ্জা উপকমিটির আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন।
প্রস্তুতি সভায় আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য এবং
টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম,আমান উল্লাহ আমান,আবু ফয়েজ, মোহাম্মদ নাছির,মোহাম্মদ মহসিন,মোহাম্মদ শাহিন,ফয়সাল খান রতন,ইকবাল হোসেন জিসান,আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আনাছ,জাবেদ জোবায়ের,সিহাব খালেদ মুন্না,শামসুদ্দীন শামসু,এনামুল হক,রাশেদ,
আলোউদ্দীন আলো,আব্দুল্লাহ আল মামুন,মোঃ মামুন প্রমুখ।