নিউজগার্ডেন ডেস্ক: বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মৌলভী, বিশিষ্ট ইসলামী গবেষক ও আধ্যাত্মিক সাধক হযরতুলহাজ্ব শাহ্সুফি মৌলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দি (রহঃ) এর ২৩ তম বার্ষিক ওরশ শরীফ কাল ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, পূর্ব গোমদন্ডী, বহদ্দার পাড়াস্থ ঈছা মঞ্জিল দরবার শরীফে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে সকাল ৮ টায় খতমে কোরআন, বিকাল ৫ টায় মিলাদ ও জিকির মাহফিল, রাত ৭ টায় “শাহসুফি মৌলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দি (রহঃ) এর অবদান” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন ফটিকছড়ি মাইজভান্ডার শরীফের গাউছিয়া রহমানিয়া গণি মঞ্জিলের সাজ্জাদানশীন প্রফেসর শাহসূফি সৈয়দ গণি চৌধুরী মাইজভান্ডারী, প্রধান আলোচকের বক্তব্য রাখবেন বোয়ালখালী কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন জাফর ছাদেক, বিশেষ আলোচকের বক্তব্য রাখবেন বাঁশখালী উপকূলীয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো: মুিজবুর রহমান। সভাপতিত্ব করবেন ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এতে রাত ৯ টায় তাঁরই রচিত আধ্যাত্মিক মাহফিলে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বনামখ্যাত বাউল শিল্পী মোজাহেরুল ইসলাম, আলাউদ্দিন কাউয়াল, উম্মে কাউছার নিঝুম এবং সুফি ঈছা মরমী সংসদের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলদের উপস্থিত থাকতে ঈছা মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।