নিউজগার্ডেন ডেস্ক: ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস এ- জার্টিস (আইপিএসপিজে) এশিয়ার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম এক বিবৃতিতে গতকাল ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে হামলা ও সংঘর্ষে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃংশংসভাবে কুপিয়ে হত্যা করায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
বর্তমান এ হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তপূর্বক দোষী ব্যক্তি, ইন্দনদাতা, অর্থ যোগানদাতাদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা বর্তমান সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করে নিরাপত্তা বেস্টনী দিয়ে সুষ্টভাবে সম্পন্ন করেছে। আরও উল্লেখ্য যে, বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দল ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।
এমতাবস্থায় একটি বিশেষ গোষ্টী বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে এবং সরকারের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে বিচার বিভাগ পুরা স্বাধীন এবং বিচারিক কাজে হস্তক্ষেপ করছে না। যারা প্রকৃত অপরাধী শুধু মাত্র তাদেরক আইনের আওতায় আনা হচ্ছে।
তাই বাংলাদেশী জাতি হিসেবে এ স্বাধীন ভুখন্ডে কোন ধর্মের, কোন উগ্র গোষ্ঠীকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে যারা উগ্র সংগঠনের নামে পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমক স্বরূপ, তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।