চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যায় হাটহাজারী ওলামা পরিষদের নিন্দা

মোঃ উসমান গনি, হাটহাজারী: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালতের মসজিদ ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদ।আজ বুধবার সন্ধ্যায় গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ।

বিবৃতিতে তাঁরা বলেন, আদালতের বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে নির্মমভাবে হত্যা ও আদালত ভবনের মসজিদে ভাংচুরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং অন্তর্র্বতীকালীন সরকারকে একটি ব্যর্থ সরকারে পরিণত করার লক্ষ্যে এই ষড়যন্ত্রমূলক হত্যাযজ্ঞ ও ভাংচুর চালানো হয়েছে বলে আমরা মনে করি।তাই আমরা এই দুর্বৃত্তদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

দেশের মানুষের আস্থার জায়গা আদালতের মতো পবিত্র স্থানে এই রক্তপাত এবং ভাংচুরের ঘটনা নজিরবিহীন উল্লেখ করে বিবৃতি দাতারা বলেন,আদালত ভবন একটি হাই সিকিউরড এলাকা।এখানে হামলা চালিয়ে একজন আইনজীবীকে হত্যা এবং মুসলিম প্রধান একটি দেশে মুসলমানদের ধর্মীয় স্থান মসজিদ ভাংচুরের ঘটনা শুধু বাংলাদেশে কল্পনাতীত নয় নজিরবিহীনও বটে।অনতিবিলম্বে এহেন ন্যাক্কারজনক ঘটনার খল নায়ক ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে।

আবহমানকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি।আমরা এখনো দেশে সেই সহাবস্থান ধরে রাখতে চাই।তাই আমরা কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন