মাহমুদুল হাসান নিজামী
দিল্লীর স্বার্থটাই হেফাজত রাখা
কোথা আছি বুঝা দায় দিল্লী না ঢাকা ?
দিল্লীর চাকুরে হাসিনার সরকার
জ্বি হুজুর প্রণামে বেঁচে থাকা দরকার
স্বাধীন এই দেশটা নেই আর দেশ
আপামণি বানালেন ভারতের প্রদেশ
সবকিছু দিয়ে এলো ভারতে গিয়া
খালি হাতে ফিরে এলো ফেনসিডিল নিয়া
বাপে দিল বেরুবাড়ী-ফারাক্কা বাঁধ
বাংলার জনতার মরণের ফাঁদ
মুখ্যমন্ত্রী কন্যার স্বাদ
দেশপ্রেমিক জনতা তাহাতে বাঁধ
এই সেই বলে তাই দিয়া দাও ফাঁসি
নিরাপদে থাকবে দিল্লীর দাসী
সীমান্তে খুন হয় প্রতিদিন জনতা
তাবেদার সরকার করে নিরবতা
সব কিছু দিয়ে এলো ট্রানজিট বন্দর
পেয়ে গেল তাই দাসী দাদাদের অন্তর
এক ঢিলে দুই পাখি দাদাদে শিকার
ছারখার করে দিল আর্মি-বিডিআর ।
দাদাদের খোশ রাখা দাস-দাসির কর্ম
উহাদের যন্ত্রণা ইসলাম ধর্ম
নামে ওরা মুসলিম কর্মে দাদা
অর্ধেক দাদা বাবু খ্রিষ্টান আধা
ঘসেটি আপামণি বাংলার কারজাই
মসনদ বিনিময় দিয়ে এলো টিপাই
দিন বদলের নামে বদলায় নাম
হিংস্র নাগিনীর ধ্বংসই কাম।
জনতার কল্যাণে নেই কোন কাজ
তখতের বিনিময়ে দেশ বেঁচে মহারাজ
ছিঃ ছিঃ ছিঃ
আমরা নাকি স্বাধীন হয়েছি! ।।
১/১/২০১১ইং
এই কবিতাটি লেখার কারনে মামলা হয় এবং লেখক কবি মাহমুদুল হাসান নিজামী কে জেলে পাঠানো হয়।