নিউজগার্ডেন ডেস্ক: জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছ বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত সরকার যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে নাক না গলায়, তাঁরা যেন তাঁদের দেশের আন্দোলন সামলায়। বাংলাদেশ আর ভারতীয় আধিপত্য মানবে না। ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে প্রতিবেশীর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
তিনি আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কাজীর দেউরীর সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি তানিয়া আকতার রূপা।
জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন’র পরিচালনায় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগর এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে।
এতে আরও বক্তব্য রাখেন মুর্শিদ আলম, মো: লতিফ, মো: জাবেদ, রাসেল, সোহেল, সাদ্দাম, আসিফ, মাঈন উদ্দিন, মো: জুয়েল, মো: সাঈদ, মো: সেলিম, আল আমিন, মো: আলমগীর, মো: রব্বান, মো: আনোয়ার, মো: হানিফ, বকুল আকতার, গোলাম কিবরিয়া ও মো: হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, বাংলাদেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনাসহ তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসকনের নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকা- শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, এটি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র। আমরা এর অবসান চাই। সমাবেশে চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচারের জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের বিচার দাবীতে বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীর মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়েনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।