নিউজগার্ডেন ডেস্ক: আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য গঠিত তহবিল থেকে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের ১ লাখ টাকা তার পরিবারকে তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম খালেদ হোসাইন।
আজ শুক্রবার সকাল ৮টায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাতে গিয়ে এই টাকা হস্তান্তর করেন তিনি।
এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের ১ লাখ টাকা উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম খালেদ হোসাইন মরহুমের পরিবারের হাতে তুলে দিয়ে আজ উপহার হস্তান্তর উদ্বোধন করেছেন।
তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, আড়াই বছরের মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার অনাগত সন্তানের স্থায়ী ব্যবস্থাপনার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের সম্মতি সাপেক্ষে ইতোমধ্যে ১ কোটি টাকা টার্গেটের ফান্ড রাইজিং শুরু হয়েছে। যা দেশবাসীর সম্মিলিত আন্তরিক অংশগ্রহণেই কেবলমাত্র কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
ফাউন্ডেশনের অন্যতম উদ্ভাবনী প্লাটফর্ম যবষঢ়ঘযবষঢ়বৎ.পড়স এর মাধ্যমে তথা কমেন্টের লিংকে ক্লিক করে যে কেউ চাইলে খুব সহজে এ মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। একইসাথে আপনার উপহার প্রদানের সাথে সাথে এ পর্যন্ত মোট কত টাকা উঠেছে তা লাইভ আপডেট দেখতে পারবেন। ড. আ ফ ম খালেদ হোসাইন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা হিসেবে ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন।
ইতিহাসে মজলুমের প্রতীক হয়ে উঠা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য নিজের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
ক্যাপশন: ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের ১ লাখ টাকা তার পরিবারকে তুলে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম খালেদ হোসাইন।