আইনজীবী সাইফুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: ইসকন কর্তৃক তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে শিল্পকলা একাডেমীতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়কা প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

এসময় তারা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এ্যাকশন টু এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, ইস্কনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ইস্কন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা, বাংলাদেশে হবে না, জনে জনে খবর দে, ইসকন রে কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাহ, ইসকনের চামড়া, তুলে নেবো আমরা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, যুব সমাজ জেগেছে, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ বলে স্লেগান দিতে থাকেন।

সমাবেশে বক্তরা বলেন, ইসকন নামে সন্ত্রাসী, ইসকন নামে উগ্রবাদী, যারা হুন্তি, কোরাল, দা, কাঁচি, মনে করি না। এমন একটি সামান্য সংগঠন, যে সংগঠনকে পৃথিবীর বারোটা রাষ্ট্র নিষিদ্ধ সংগঠন। এই জঙ্গি সংগঠন আমার বাংলাদেশে বিস্তার করেছে। এই জঙ্গি সংগঠন কে প্রকাশ্য ফাঁসি দিতে হবে এবং তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানিয়েছেন।

জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, শাহাদাত খন্দকার, আইয়ুব খান চৌধুরী, মির্জা মেশকাত হোসেন চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, খোরশেদ আলম, শাহাদাত হোসাইন, হেলাল খান, রফিকুল ইসলাম লিটন, সুমন বাপ্পি, জেলা, উপজেলা ও পৌরসভার অসংখ্য নেতৃবৃন্দ

মন্তব্য করুন