বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ মেইল ২৪ নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজগার্ডেন ডেস্ক: শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে দেশ-বিদেশের পাঠকদের হৃদয়ে স্থান করে নেওয়া অনলাইন গণমাধ্যম ‘বাংলাদেশ মেইল ২৪ নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে গত ২৯ নভেম্বর (শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

“তথ্যের স্রোতে, সত্যের পথে” স্লোগানকে ধারণ করে যাত্রা কক্সবাজার প্রতিনিধি নুরুল আমিন হেলালীর প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোর্টালের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। প্রধান অতিথি ছিলেন পোর্টালের প্রধান উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাব-এডিটর লিওন আজাদ।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন চট্টগ্রাম প্রতিনিধি তানজিম হোসেন।

উল্লেখযোগ্য বক্তব্য ও সম্মাননা প্রদান

প্রধান অতিথি এ বি জিয়াউদ্দিন হোসেন তার বক্তব্যে বলেন, “এই গণমাধ্যমের শক্তি এর সংবাদকর্মীরা। আপনাদের প্রত্যেকটি সংবাদ হতে হবে সঠিক, নির্ভুল এবং তথ্যনির্ভর। মনে রাখবেন, কুকুর মানুষকে কামড় দিলে সেটা নিউজ নয়, তবে মানুষ কুকুরকে কামড় দিলে সেটাই আসল নিউজ।”

সাব-এডিটর লিওন আজাদ বলেন, “রাষ্ট্র ও জনগণের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের এই প্ল্যাটফর্মটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার মানদণ্ডে বিশ্বাসী।”

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, যিনি ‘বাংলাদেশ মেইল ২৪ নিউজ’-এর পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার অভিনয় জীবনে বহু সম্মাননা পেয়েছি, তবে আজীবন সম্মাননা দিয়ে আপনারা আমাকে ধন্য করেছেন।”

উপহার বিতরণ ও নতুন পরিকল্পনা ঘোষণা

সারাদেশ থেকে আসা নবীন-প্রবীণ প্রায় অর্ধশতাধিক প্রতিনিধিদের মধ্যে গেঞ্জি, আইডি কার্ড, মগ, ব্যাগ, কলম, প্রিন্টেড ফিতা এবং ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া সেরা পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সাংবাদিকদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঢাকা স্টেট ইউনিভার্সিটির প্রবীণ ছাত্র এবং পোর্টালের সিনিয়র রিপোর্টার বেলায়েত শেখ (৫৭)-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতি এম এ রাশেদ তালুকদার তার বক্তব্যে জানান, আগামী বছর কক্সবাজারে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিকতার মৌলিক প্রশিক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অভিনব আয়োজনের মাধ্যমে সমাপ্তি

অনুষ্ঠানটি দেশজুড়ে প্রতিনিধি ও অতিথিদের আন্তরিক অংশগ্রহণ এবং সম্মাননার মধ্য দিয়ে এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। “বাংলাদেশ মেইল ২৪ নিউজ”-এর অগ্রযাত্রায় সকলের ঐকান্তিক প্রচেষ্টার প্রতিশ্রুতি নিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন