বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জাস্টিস কায়েমের রুল মডেল হলেন মুহাম্মাদ (স.), কুরআন এবং সুন্নাহর আইন ছাড়া মানুষের বানানো রুল তথা আইন দিয়ে জাস্টিস কায়েম সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষতা, সততা ও নেতৃত্বের যোগ্যতা। যদি একজন শাসকের সৎগুণ গুলোর অনুপস্থিতি থাকে তবে দূর্নীতি কখনো থামবেনা। আজকের মিলন মেলা প্রমাণ করে, অদুর ভবিষ্যতে আল্লাহর সাহায্যে সুমহান বিজয় অর্জন হবে, ইনশাল্লাহ।
নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে মহেশখালী ফোরামের আয়োজনে মহেশখালীবাসীর মিলনমেলা ও প্রীতিভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আ’লীগ মিথ্যা প্রলোভন দেখিয়ে ১৫ বছর দেশকে কারাগারে পরিণত করেছিল, ১০ টাকায় চল, ঘরে ঘরে চাকুরী, বিনা সুধে ঋণ ইত্যাদি তারা প্রতিশ্রুতি দিয়েছিল, যা তারা রক্ষা করেনি, জাতি তাদের ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আওয়ামীলীগ জাতীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে। ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থপাচার করে বিদেশে বেগমপাড়া গড়েছে। আজকে জন্ম গ্রহণকারী নবজাতক শিশুর ঘাড়ে ১ লক্ষ ৮ হাজার টাকা ঋণ চাপানো হয়েছে। এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বানর থেকে মানুষ বানানোর গল্প শেখানো হয়েছে শিক্ষার্থীদের। বোরকা, নামায পড়তে যেখানে বাধা দিয়েছিল সেখানেই কুরআনের তেলাওয়াত শুরু হয়েছে। জোর করে ক্ষমতায় চিরদিন থাকা যায়না এটাই প্রমাণিত হয়েছে।
চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ডের বিচার চেয়ে হামিদুর রহমান আযাদ বলেন, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে প্রমাণিত হয় ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিজমের বিদায় হয়নি। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিভিন্ন ব্যানারে উকি মেরে উঠার চেষ্টা করতেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে ফ্যাসিবাদের পতনের পর ঘুরে দাড়ানোর ইতিহাস নেই।
সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের মাধ্যমে আবারো বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনাদের চেষ্টা,পরিশ্রম, সেবা ও মেধা প্রয়োগের মাধ্যমে এ বিজয় সুশ্চিত হবে।
মিলনমেলা ও প্রীতিভোজে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমরা প্রায় দেড়যুগ সুশাসন থেকে বঞ্চিত ছিলাম, বর্তমানে ফ্যাসিবাদ নির্মুল হলেও তবে ফ্যাসিজম নির্মুল হয়নি। আ’লীগের ৩টি পাতানো নির্বাচনে ভোটারের উপস্থিতির পরিবর্তে কুকুরের উপস্থিতি ছিল বেশি। তিনি মহেশখালীবাসীর আত্মত্যাগের কথা স্বরণ করে দিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে আবারো হামিদুর রহমান আযাদ’কে নির্বাচিত করবেন। আগামী নির্বাচনে আরো জোরালো ভূমিকা রাখবেন।
মিলনমেলা ও প্রীতিভোজে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজান চৌধুরী বলেন, ৫৩ বছরে বাংলার মানুষ অনেক দলের শাসন দেখেছে। জাতি এখন তাদের দেখতে চায় না। জাতি জামায়াতে ইসলামীকে ক্ষামতায় দেখেতে চায়। তাই দল মত নির্বিশেষে আগামীতে বাংলাদেশে একটি বৈষম্যহীন শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনে আপনারা হামিদুর রহমান আযাদ ভাইকে ভোট দিয়ে পুনরায় সংসদে পাঠানোর আহবান জানান।
প্রফেসর ড.কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একে ফজলুল হক, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নওগাঁ চেম্বার কলেজের প্রফেসর সাইফুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহিবুল্লাহ ছিদ্দিকী, চট্টগ্রাম দারুল মারিফ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফোরকান উল্লাহ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক এজিএস এড.করিব আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল ইসলাম বাহাদুর, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, প্রফেসর রশিদ জাহেদ, ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম, আবু সাঈদ নুরী, ব্যাংকার জাহাংগীর আলম, প্রফেসর জালাল উদ্দিন, এড.আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।