জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে: এমদাদুল হক বাদশা

জনগণের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। ভোট চাইতে হলে জনগণের কাছে যেতে হবে। তাই এমন কোনো কাজ করা যাবে না যা তাদের কষ্ট দেয়।”

তিনি আরও বলেন, “আমাদের মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হজারিগলিতে পাশাপাশি মসজিদ ও মন্দির অবস্থিত, এবং সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু স্বৈরাচারী হাসিনা মুসলমান ও হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে এবং এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “সব হিন্দুদের দোষারোপ করা যাবে না। যারা আইনজীবী আলিপ হত্যায় জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

এমদাদুল হক বাদশা আজ (১ ডিসেম্বর ২০২৪) নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকলিয়ার সৈয়দশাহ রোডে যুবদলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাকলিয়া থানা যুবদলের নেতা মো. মিজানের সঞ্চালনায় এবং যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ রোড মহল্লার কমিটির সভাপতি মো:মোবারক, মসজিদ কিমিটির সভাপতি চিশ্তিয়া মহল্লা কমিটির ক্রিড়ে বিষয়ক সম্পাদক মো:মোর্শেদ চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো :সেলিম,নগর যুবদল নেতা জাবেদুল হক, চকবাজার থানা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক,, চকবাজার থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ানুল হক রিদু,মো:সোহেল,মো মুরাদ,মো:জাহেদ শফিউল বশর সাজু,রাকিবুল হাসান রাকিব, সালেহ নূর নাসিম, আব্দুল মান্নান,মো:ইদরীস, ফরিদ, ইউনুস, মোরশেদ, শামসু, জসিম, মারুফুল হক, শওকত নুরুন্নবী, পাঠান, রাজু আহমেদ, আরিফ প্রমুখ।

সভায় বক্তারা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন