নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে: মেয়র ডা. শাহাদাত

গত এক দশকে দেশে শিক্ষার হার বাড়লেও, শিক্ষার মান বাড়েনি বিধায় নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পাঠ্যক্রম সাজানো প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত এক দশকে দেশে শিক্ষার হার বাড়লেও মান বাড়েনি। ফলে, রাষ্ট্রের সর্বত্র নৈতিকতার অবক্ষয় দেখা গিয়েছে, সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং এর মতো নিকৃষ্ট কালচার, মাদকের পথে হেটে নষ্ট হয়েছে আগামীর প্রজন্ম। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে জোর দিতে হবে নৈতিক শিক্ষায়। আমাদের শিক্ষকরা এ বিষয়ে মনোযোগী হলে আমরা একদিন দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেশাজীবীরা সাহসী ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করে মেয়র বলেন, পেশাজীবীরা বিশেষ করে শিক্ষকরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করেছেন। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু পেশাজীবীরাই নেতৃত্ব দিয়েছিল। গত ১৬ বছরের আন্দোলনে জাতীয়তাবাদী শিক্ষকদের বিশেষ ভূমিকা আছে।

জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন মন্তব্য করে মেয়র বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী-ছাত্ররা অনেক কষ্ট করেছেন। আসলে আমাদের পরিকল্পনার ঘাটতির কারণে আমরা কাঙ্খিত অনেক কিছু পাইনি। এখন সময় গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আমি আমার জায়গা থেকে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে যা যা করা প্রয়োজন করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে প্রায় ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর জন্য আপনাদের কোন পরামর্শ থাকলে আমাকে জানাবেন। অবসরে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা বৃদ্ধি এবং নৈতিকতার উপর ক্লাস নিবেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞানভিত্তিক সমাধান আবিষ্কারে আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে মশা নিয়ন্ত্রণে, বর্জ্য ব্যবস্থাপনায় এবং পরিকল্পিত নগরায়নে আপনাদের যেকোনো গবেষণাভিত্তিক পরামর্শ আমি গ্রহণ করব এবং সে অনুসারে চট্টগ্রাম শহরকে এগিয়ে নেয়ার চেষ্টা করব।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার অন্ধভাবে দলীয়করণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান নষ্ট করেছে। এখনো ফ্যাসিবাদের দোসর শক্তি ষড়যন্ত চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি, পদায়নে বৈষম্য দূর করতে মেয়র ডা. শাহাদাতের সহযোগিতা কামনা করেন তারা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর মো.আল আমিন, প্রফেসর এস এম নছরুল কদির, প্রফেসর শফিকুল ইসলাম, প্রফেসর মোশারফ হোসেন,,প্রফেসর সালেহ জহুর, প্রফেসর শাহাদাত হোসেন, প্রফেসর জাফরউল্লাহ তালুকদার,প্রফেসর শেখ বখতিয়ার উদ্দিন, প্রফেসর আব্দুল মাবুদ,প্রফেসর জাহিদুর রহমান, প্রফেসর চৌধুরী মনিরুল হাসান, প্রফেসর আনোয়ার হোসেন, প্রফেসর মেজবাউল আলম, প্রফেসর জামালুল আকবর, প্রফেসর এ জে এম নিয়াজ, প্রফেসর মঞ্জুর মোর্শেদ, প্রফেসর আমানুল্লাহ, প্রফেসর মাসুদুল আজাদ। আরো বক্তব্য রাখেন আব্দুর সবুর, আব্দুল মান্নান, আব্দুর রহিম, আমির হোসেন, ওসমান গনি প্রমুখ। মতবিনিময় সভায় বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন