মেয়াদ উত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ¦ এরশাদ উল্লাহ লিখিত বক্তব্যে জানান, আজকে আমরা এখানে মিলিত হয়েছি নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে। গত ৭ জুলাই ২০২৪ আমি এরশাদুল্লাহ কে আহবায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৪ নভেম্বর ২০২৪, ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলকে তৃনমূল সুসংগঠিত করার গুরু দায়িত্ব তারই আলোকে আজকে আমরা মিলিত হয়ে মেয়াদ উত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।

আলহাজ¦ এরশাদ উল্লাহ জানান, বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পতাকা অবমাননার। আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানায়।

উল্লেখ্য, সর্বপ্রথম মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, এড: আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন (প্রচারের দায়িত্ব প্রাপ্ত), মন্জুর আলম মন্জু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন