
নিউজগার্ডেন ডেস্ক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে। আন্তর্জাতিক আইনের আওতায় কূটনৈতিক মিশন সুরক্ষিত। সেখানে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয় বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে।
এ ঘটন কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না, বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানায় দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের প্রতি এ বিষয়ে করার জন্য দাবি জানাচ্ছি।
জোরালো পদক্ষেপ গ্রহণ বিবৃতিদাতাগণ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন পারভেজ।