
চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রাম (সিএমসি)’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় জামাল খান রোডে একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন হয়।
দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক এমএ হোসাইনের সঞ্চালনায় সভায় অর্থ সম্পাদক গোলাম সরওয়ার সংগঠনের যাবতীয় হিসাব বিবরণী উপস্থাপন করেন।
যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান জামসেদ চৌধুরীর সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল, চট্টগ্রাম প্রতিদিন সহ সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী, বাংলাভিশনের চিত্র সাংবাদিক সাইফুল ইসলাম, দীপ্ত টেলিভিশনের চিত্র সাংবাদিক সায়মন আল মুরাদ, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার মুজিবুল হক, দৈনিক আজাদীর হাবীবুর রহমান।
খবরটি পড়েছেনঃ ১২