চবি বগুড়া জেলা ছাত্র কল্যান সমিতি’র নবীনবরণ ও চড়ুই ভাতী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও চড়ুই ভাতী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রেটিস চত্বরে বগুড়া জেলা ছাত্র কল্যান সমিতির আয়োজনে নবীনবরণ ও চড়ুই ভাতী অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি শাহরিয়ার হাসান সিজান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল সিয়াম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল আলম, চট্টগ্রাম বন্দর কর্মকর্তা মওদুদ আহমদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, রনজু আলম, রফিকুল ইসলাম, কামরুল হাসান, নুর ইসলাম হেলাল সহ অন্যান্য অতিথি বৃন্দ।

এসময় আমন্ত্রিত অতিথিরা বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নবীনবরণ অনুষ্ঠান শেষে বগুড়ার বিখ্যাত আলু ঘাঁটি উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন