শহীদ ওয়াসিমের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মিলাদ মাহফিল

 

জুলাই ‘২৪ বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট বাহিনীর গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরাম এর ২৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ৭ডিসেম্বর বাদ জোহর নাসিমন ভবন বিএনপি কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল হয়। এসময় দোয়া মোনাজাতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরাম, ফজলে রাব্বী ও তানভীর সিদ্দিকী সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম-খুন হ‌ওয়া সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক যথাক্রমে আরিফুর রহমান (মাস্টার আরিফ), শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, খন্দকার রাজীবুল হক বাপ্পী, মোঃ আনাছ, নুর নবী মহররম, সদস্য কামরুল হাসান আকাশ ও আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন