
গত ৫ ডিসেম্বর বিকেল ২টায় ই এস সি রাইটস ভিত্তিক সংগঠন ওডেব’র উদ্যোগে দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডিপি-জিসি’র সহযোগিতায় চন্দনাইশ বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কিশোরীদের অধিকার ভিত্তিক শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহনকারী সাইকেল র্যালী উদ্বোধন করেন প্রধান শিক্ষক নূরুল কবির চৌধুরী।
ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য ও সি ই’র শুভেচ্ছা বাণী উপস্থাপন করেন ওডেব’র জেনারেল সদস্য মুহাম্মদ ফয়েজুল আবেদীন, বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ, সিনিয়র শিক্ষক শামীম আরা বেগম, ওডেব কর্মী শ্রাবস্তী জুই, মিনু চৌধুরী, পপি আকতার, বন্দনা বড়ুয়া, রতন দাশ, সজল দে, মোঃ আলাউদ্দীন, মাহামুদুল হক, অনুপমা সাহা, হাসিনা বেগম রূপম সেন, সানি শীল ও সুমন মার্মা প্রমুখ।
এরপর বিকেল সাড়ে তিনটায় কানাইমাদারী অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের মাঠে কিশোরীদের ফুটবল প্রীতি ম্যাচ ও আত্মরক্ষা কৌশল কারাতে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক মিন্টু কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লাল ও সবুজ দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে ও লালদল রানার্সআপ ট্রপি অর্জন করে। সেরা খেলোয়ারের মেডেল অর্জন করে নিঝুম আকতার । সবশেষে কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মত সমাপণী নৈপুণ্যতা প্রদর্শন শেষে সনদপত্র বিতরণ করেন স্বনামধন্য কারাতে প্রশিক্ষক মহসিন পারভেজ ও মির্জা আজম।