নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর আ.জ.ম উবায়দুল্লাহ বলেছেন, “জ্ঞান তখনই ফলপ্রসূ হয় যখন তা আমলে রূপান্তরিত হয়। শুধুমাত্র জ্ঞান অর্জন করে তা কাজে না লাগালে সেটি আকাশের কালো মেঘের মতো, যা থেকে এক ফোঁটা বৃষ্টিও ঝরে না। আত্মগঠনের প্রধান মাধ্যম হল সহিহ আমল। কারণ, সহিহ আমল ছাড়া ইলম স্থায়ী হয় না।”
তিনি এ কথা বলেন গত ৮ ডিসেম্বর শনিবার, চট্টগ্রামের জামালখানে বিজনেস ফোরামের আয়োজিত একটি প্রশিক্ষণ প্রোগ্রামে। প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় একটি রেস্টুরেন্টে। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাদ ফুডের চেয়ারম্যান সাইয়্যেদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহ জাহান, অ্যাকর্ড হোল্ডিংসের চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দীন।
তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমেই যেকোনো সমস্যাকে সমাধান করা সম্ভব। প্রশিক্ষণ এমন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, অল্প সময়ে বেশি কাজ, জ্ঞানের পরিধি বৃদ্ধি, কাজের প্রতি আগ্রহ, অধিক যোগ্যতা ও দক্ষতার সাথে কাজ করতে পারদর্শিতা অর্জন। যেকোনো বিষয়ে সফল হতে হলে সে বিষয়ে মৌলিক প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য। মানুষ দক্ষতা নিয়ে জন্মায় না, দক্ষতা অর্জন করতে হয়। আর সেই দক্ষতা অর্জনের সঠিক পথ হচ্ছে প্রশিক্ষণ।
প্রোগ্রামের কুরআনের দারস প্রদান করেন অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল। আরও উপস্থিত ছিলেন শওকত আলম খান, অধ্যাপক মিনহাজুল হুদা, মোহাম্মদ আবুল হোসেন ও মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা আত্মগঠন এবং ইসলামী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন। সঠিক আমল ও ইসলামী জ্ঞানের সমন্বয়ে একজন ব্যক্তি প্রকৃত অর্থে আত্মগঠন করতে সক্ষম হন। ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্তদের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।