নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর পুনর্বাসন প্রকল্পের আওতায় গতকাল নগরীর ত্রিশটি দুঃস্থ অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন
বিতরণ উপলক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠান চকবাজাস্থ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এর সভাপতিত্বে উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শহর সমাজ সেবা কার্যালয় -১ এর সমাজ সেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন।
ইসকপ কর্তকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদ এর সহ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সহ সাধারণ সম্পাদক শফিউল আলম ছুবহানী,
সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ আ ন ম আব্দুশ শাকুর, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, সদস্য আলহাজ্ব সাহাবুদ্দীন, ইসকপ কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সিরাজুল ইসলাম খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
চট্টগ্রাম সমাজের অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করছে এটি অত্যান্ত মহৎ কাজ। সেলাই মেশিন প্রাপ্ত অসহায় পরিবার সেলাই কাজের মাধ্যমে স্বাবলম্বি হয়ে পরিবারেব অর্থিক সমস্যা দুরিকরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরীতে পরিষদ এর বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারী নিয়ম নীতি মেনেই পরিচালিত হচ্ছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, এমিতখানা, মাদ্রাসা স্কুলসহ বহু সমাজসেবা মূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত এবং সর্বস্তরের মানুয় উপকৃত হচ্ছে। তিনি সমাজের ধনী ও দানশীল ব্যক্তিদের প্রতি পরিষদ এর কার্যক্রমে সার্বিক সহযোগীতা করার আহ্বান জানান।