চন্দনাইশে ওডেব’র উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

বেগম রোকেয়া দিবস, প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যিনি একজন পথপ্রদর্শক নারীবাদী, লেখক এবং সামাজিক সংস্কারক। ১৮৮০ সালে জন্মগ্রহণকারী তিনি নারীদের এবং মেয়েদের শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে লড়াই করেছেন, তার সময়ের প্রথাগুলির চ্যালেঞ্জ করেছেন। তার সাহিত্যকর্ম, বিশেষ করে “সুলতানার স্বপ্ন,” এবং কলকাতায় মুসলিম মেয়েদের জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা ইতিহাসে একটি অমোঘ ছাপ রেখে গেছে। এই দিনে, বিভিন্ন অনুষ্ঠান, যেমন সেমিনার, আলোচনা এবং সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করা হয়, যাতে তার অবদান নিয়ে চিন্তা করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য তার মিশন চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা যায়। বেগম রোকেয়া দিবস তার সমাজে স্থায়ী প্রভাব এবং বাংলাদেশ ও তার বাইরের নারীর অধিকার সংগ্রামের চলমান লড়াইয়ের স্মারক হিসেবে কাজ করে।
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব ১৯৯৫সাল থেকে নারীর মানবাধিকার ই এস সি রাইটস নিয়ে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিনকে ঘিরে উন্নয়ন সংস্থা ওডেবের আয়োজনে পালিত হয়েছে রোকেয়া দিবস।ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের প্রতিনিধি ওডেব’র ই সি কমিটির সদস্য নারী নেত্রী সুজিতা তালুকদারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরমা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর সানজিদা আকতার পপি,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে নুরুল কবির চৌধুরী বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়এন্ড কলেজ , মিন্টু কুমার দাশ, কানাইমাদারী ড. কর্নেল অলি আহমেদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়,বিশিষ্ট সাংবাদিক শিবলী সাদিক কফিল,নারী নেত্রীও জন প্রতিনিধি আয়েশা আকতার আজাদী, এনজিও প্রতিনিধি নুরুল হক চৌধুরী, শ্যামল দত্ত, মনিরুল ইসলাম ও ওডেবের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের অবদান, সংগ্রাম,নারী ক্ষমতায়নের জন্য তাঁর ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে ওডেব’র কর্মকর্তাগণ বিভিন্ন ফেস্টুন,প্লেকার্ড নিয়ে মানব বন্ধনে অংশগ্রহন করেন।

মন্তব্য করুন