বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও পরিবেশবিদ মোঃ নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী অতীতসহ সবসময় স্বৈরাচার আন্দোলনে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। নানা ষড়যন্ত্র ও বাঁধা মোকাবেলা করে জামায়াতে ইসলামী জনসমর্থিত সংগঠন হিসেবে কাজ করে যাবে।
১০ ডিসেম্বর ( মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার অন্তর্গত ২২নং এনায়েতবাজার ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে ন্যস্ত। তিঁনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। হাজারো ছাত্র জনতার শাহাদাতের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার পলায়নের পর ইসলামী আন্দোলনের কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য কর্মীদের সঠিক জ্ঞান ও যোগ্যতা অর্জন করে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা অর্জন করতে হবে। পাশাপাশি প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ইসলামী আন্দোলনের দায়িত্ব আসার পর সকলকে দ্বীনের জিম্মাদারির অনুভূতি লালন করতে হবে, তাহলে আল্লাহর রহমত অবধারিত।
এনায়েতবাজার ওয়ার্ড জামায়াতের আমীর ডা: মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানার আমীর আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে থানা আমীর আমির হোসাইন বলেন, সমাজের সব শ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর পাশাপাশি পরিবারের সদস্যের মাঝেও ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরে তাদেরকে সংগঠনে যুক্ত করতে হবে। কর্মীরা দৃঢ় চেষ্টা অব্যহত রাখলে সাংগঠনিক মজবুতি অর্জন হবে। ইসলামী আন্দোলনেন কর্মীদের সঠিক এবং যথাযথ জ্ঞান অর্জন করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ জামাল উদ্দীন, মাওলানা শওকত আলী, বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দীন মোহাম্মদ জুবায়ের, ফোরকানুল ইসলাম আলমগির, মফিজুর রহমান নিজামী, জাহাঙ্গীর আলম টিপু, হাফেজ শাহ আলম প্রমুখ।