পতেঙ্গায় অগ্নিদগ্ধ পরিবারকে চট্টগ্রাম মহানগর যুবদলের তাৎক্ষণিক সহায়তা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে দক্ষিণ পতেঙ্গায় অগ্নিদগ্ধ পরিবারকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড ১৪ নং এলাকা ৭ টি অগ্নিদগ্ধ পরিবারকে আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।

ইকবাল হোসেন বলেন, অগ্নিদগ্ধ অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে। তা হলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আকবর, নগর যুবদল নেতা মোহাম্মদ ইয়াসিন, মো শাহজাহান, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো কায়সার, শাকিল আজহারুল ইসলাম, রিয়াদ, সাদমান সহ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন