নিউজ ডেক্স :
বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)’র ২০২৩-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের কৃতি সন্তান মাহবুবুল আলম তালুকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও এসোসিয়েশন’র নেতৃবৃন্দ।
১৩ আগস্ট সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), চট্টগ্রাম, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন (বিজিএপিএমইএ)’র চট্টগ্রাম এবং বাংলাদেশ ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন,
আগ্রাবাদ এক্সেস রোড’র নেতৃবৃন্দ, রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয় য়ুম, রিহ্যাব’র নির্বাহী সদস্যগণ, বিজিএপিএমইএ’র ১ম সহ-সভাপতি মোঃ বেলাল’ বাংলাদেশ ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী দুলালসহ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য যে, নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম তালুকদার ১৪ আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৫ মেয়াদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।