ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি সহ ১১ জন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। গত ২১ ডিসেম্বর উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী সমর্থিত সৈয়দ মো: ইলিয়াছ ৪৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত এবং নিকটতম আওয়ামী সমর্থিত প্রার্থী ফখরুল আলম চৌধুরী ভোট পেয়েছে ৩৪৮। বাকী ৪ জন অন্যান্য দলের সমর্থিত বলে জানা গেছে। উপরোক্ত বিষয়ে কয়েকজন ভোটারদের কাছে বিএনপির সমর্থিত সভাপতি ও অন্যান্য সদস্যরা কেন পরাজয় হয়েছে জানতে চাইলে তারা নাম প্রকাশে অনিচ্ছুক জানান। বিএনপির কর্মিদের কার্যকলাপে সাধারণ ভোটার এবং মানুষেরা দূরে সরে যাচ্ছে। উপরোক্ত বিষয়ে গতকাল ২২ ডিসেম্বর সন্ধ্যায় ফটিকছড়ি জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার নেতৃবৃন্দ উদ্যোগে নির্বাচিত প্রার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য করুন